গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মিসভায় ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে গোসিঙ্গা ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ্ বলেন, ‘বুধবার বিকেল চারটার দিকে কর্মিসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর কিছুক্ষণ পর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী এসে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাসান জিকো বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। তবে বিএনপি বিভিন্ন জায়গায় অনুমতিবিহীন সভা-সেমিনার করে গুজব ছড়িয়ে থাকে। এ জন্য ছাত্রলীগ তাদের সবখানে প্রতিরোধ করবে।’