হোম > ছাপা সংস্করণ

২০২২ সালে হোক সবার ইচ্ছেপূরণ

মানুষ হোক মানুষের জন্য
রাসেল নূর

নতুন বছরের প্রত্যাশা নিয়ে ভাবলে পুরোনো বছরের প্রাপ্ত-অপ্রাপ্তি, আশা-নিরাশা ও আনন্দ-বেদনার কথা মনে পড়ে। সবকিছুর সংমিশ্রণে বলতে পারি, প্রতিটি বছরই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তবে নতুন বর্ষের প্রথম ভোরের সূর্যোদয় আমাদের কাছে আশার প্রতীক হয়ে ধরা দেয়। এর আলোয় সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়। প্রাপ্তি-অপ্রাপ্তিকে ছাপিয়ে নতুন বছরের প্রতিটি কর্মযজ্ঞ হোক নিজের ইচ্ছে মতো। নিজের মধ্যে জাগ্রত হোক মানবতাবোধ ও অন্যের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রবণতা। পৃথিবীটা হয়ে উঠুক সাম্য ও মানবতার। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ আরও বৃদ্ধি পাক, মানুষের জন্য মানুষ নিবেদিত হোক।

পৃথিবী যাক শান্তির দিকে
সাদিয়া সুলতানা

২০২১ সালকে মনে হচ্ছে, ভয় আর উৎকণ্ঠায় ছেয়ে যাওয়া একটি বছর। অবশেষে বছরটি শেষ হতে চলল। দুয়ারে এসে দাঁড়িয়েছে আরও একটি বছর। এর মধ্যে দুই বছরে করোনাভাইরাসের করাল গ্রাসে হারিয়েছি বহু প্রিয়জনকে, হারিয়েছি শিক্ষাজীবনের অনেক সুন্দর সময়। বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা জাতি। এই মহাবিপর্যয়ের মধ্যেও স্থবির পৃথিবী আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ধীর পায়ে। অসুস্থ পৃথিবী আবার মুখরিত হতে শুরু করেছে জনজীবনের উচ্ছলতায়। ধীরে ধীরে প্রাণ ফিরে এসেছে শিক্ষাঙ্গনে। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার মুক্ত একটি দেশ গড়তে নতুন প্রজন্মের মধ্যে আরও বেশি সচেতনতা সৃষ্টি হোক। পৃথিবী কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্য দিয়ে অশুভকে দূরে সরিয়ে সবার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠুক নতুন বছর।

সর্বত্র নারী থাকুক নিরাপদ
তোফাজ্জল হোসেন

‘বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় এই বানী দুটি প্রতিটি মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস। বাংলাদেশে নারীরা আজ কোনো অংশেই পিছিয়ে নেই। ঘরে কিংবা বাইরে প্রত্যেক কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই নারীরাই দারিদ্র্য, অশিক্ষা, নানা কারণে অবহেলা, অত্যাচার ও নানা সহিংসতার শিকার হচ্ছেন। প্রশ্নের পিঠে প্রশ্ন জন্ম হতে পারে অনেক। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ আবশ্যক। সর্বোপরি পুরোনো বছরের সব প্রাপ্তি-অপ্রাপ্তিকে পেছনে ফেলে নতুন বছরের কাছে প্রত্যাশা অপরিসীম। নবীন বছরে যেন নারীর প্রতি সহিংসতা হ্রাস ও নিরাপত্তা নিশ্চিত হয়।

খারাপ ঘটনা আর না ঘটুক
চৈতী চাকমা

নতুন বছর নিয়ে আসুক নতুন আশার আলো। অন্ধকারের জাল কাটিয়ে প্রতিটি ভোরের আগমন ঘটুক। করোনাভাইরাসের ভয়াবহ যে দিনগুলো আমরা পার করে এসেছি, সেসব দিন আমাদের জীবনে আর ফিরে না আসুক। এ জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে ব্যক্তি জীবনের সব প্রতিকূলতা পার করে সামনের দিনের লক্ষ্য এবং উদ্দেশ্য সফলের জন্য এগিয়ে যেতে হবে। এ জন্য চাই নতুন উদ্যম। প্রাণচাঞ্চল্যে ভরে উঠুক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। স্বাভাবিক হোক আমাদের দৈনন্দিন জীবন। বাংলাদেশ এগিয়ে যাক আপন গতিতে।

সবার প্রত্যাশা পূরণ হোক
ইকবাল হাসান

মানুষ আশায় বাঁচে। সব সময় চায় তার বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটুক। খারাপ অবস্থা থেকে নিজেকে উত্তরণের জন্য সব সময় মানুষ চেষ্টা করে। কখনো সেটা হয়ে উঠে, আবার কখনো হয়ে উঠে না। এই চাওয়া-পাওয়ার গোল বৃত্তের 
মধ্যেই শেষ হলো ২০২১। নতুন সূর্য দেখা গেল ২০২২ এর। ২০২২ কে ঘিরেও রয়েছে মানুষের সেই চিরাচরিত প্রত্যাশা। সবার ভালো প্রত্যাশাগুলো পূরণ হোক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ