চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আশরাফুল হক ধনী (৪৯) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে।
গত রোববার রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আমবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। আশরাফুল উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের বাসিন্দা।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।