পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্থগিত থাকা নির্বাচনে নতুন করে তফসিল ঘোষণা হয়েছে। এতে নতুন করে আরও এক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিলেন। এ নিয়ে ওই ইউপিতে ছয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।
গতকাল সোমবার দুপুরে ঝলইশালশিড়ি ইউপির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান তানু।
এর আগে চতুর্থ দফা তফসিলে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দের আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামসুজ্জোহা সামু চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। সামুর পরিবারের দাবিতে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনে একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ঝলঁইশালশিড়ি ইউপির নির্বাচন স্থগিত রাখে নির্বাচন কমিশন।
অন্য পাঁচ প্রার্থী হলেন আবুল হোসেন (নৌকা), মোস্তাফিজুর রহমান মুক্তা, সফিকুল আলম, দছিন উদ্দিন ও তহিদুল ইসলাম।
নির্বাচন কমিশন নতুন করে ৬ষ্ঠ দফা ইউপি নির্বাচনের সঙ্গে স্থগিত থাকা ঝলঁইশালশিড়ি ইউনিয়নের তফসিল গত ১৮ ডিসেম্বর পুনরায় ঘোষণা করেন। ৬ষ্ঠ ধাপের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে সামুর ছোট ভাই মনিরুজ্জামান তানু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৬ জানুয়ারি প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হবে। যাচাই বাছায়ে মনিরুজ্জামান তানুর মনোনয়ন বৈধ হলে তিনি চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। সেই সঙ্গে আগের আরও পাঁচ প্রার্থীর সঙ্গে তিনি আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ দফার ভোটের লড়াই করবেন।