হোম > ছাপা সংস্করণ

শিক্ষিকার আপত্তিকর ছবি ফেসবুকে, বিক্ষোভ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সহকর্মীর ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে প্রকাশ করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর বাজারে এ মিছিল করা হয়।

মিছিলটি মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দুই শতাধিক মানুষ অংশ নেয়। মিছিল থেকে ওই প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে মির্জাপুর আলিম মাদ্রাসার সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ওই শিক্ষিকার ব্যক্তিগত ছবি ফেসবুকে দিয়ে প্রধান শিক্ষক নারীর প্রতি অমর্যাদাকর কাজ করেছেন। এমন ব্যক্তি কখনো শিক্ষক হিসেবে থাকতে পারেন না। যাঁর মধ্যে কোনো আদর্শ নেই, তাঁর কাছে থেকে কোনো শিক্ষার্থী আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে না। তাই আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি।’

ওই শিক্ষিকার স্বামী বলেন, ‘প্রধান শিক্ষক আমার স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করেছেন। এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য ওই প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন ধরেননি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেছেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানতে পেরেছি। শনিবার স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বলেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ