হোম > ছাপা সংস্করণ

কর্ণফুলীর চরে প্রকাশ্যে পরিযায়ী পাখি শিকার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে বন্দুক দিয়ে প্রকাশ্যে অতিথি (পরিযায়ী) পাখি শিকারের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে উপজেলার পূর্ব সরফভাটা এলাকার কর্ণফুলীর বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পাখি গবেষক এনায়েতুর রহিম বলেন, ‘শীত মৌসুম শুরু হতেই কর্ণফুলী নদীর বালুচরে বিপুলসংখ্যক অতিথি পাখির সমাবেশ হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রকাশ্যে গত শনিবার বিকেলে একনলা বন্দুক দিয়ে দুটি অতিথি পাখি শিকার করেছেন। তবে স্থানীয় কেউ প্রতিবাদ করেনি।’

নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গুনিয়ায় এভাবে বন্দুক দিয়ে পাখি শিকারের ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শী পূর্ব সরফভাটা স মিলের মালিক আবুল কাশেম বলেন, ‘অতিথি পাখি দুটি আমাদের সামনেই বন্দুক দিয়ে শিকার করা হয়। আমরা নিষেধ করলেও তিনি শুনেননি। আমরা তাঁকে চিনি না।’

স্থানীয় বাসিন্দারা বলেন, রাঙ্গুনিয়ায় প্রায়ই বন্দুক দিয়ে সরকারি বনভূমি ও জলাশয়ে বন্যপ্রাণী ও পাখি শিকার করা হয়। কয়েক দিন আগেও কোদালা চা বাগানে গর্ত খুঁড়ে একটি সজারু শিকার করা হয়। পরে চা শ্রমিকেরা সেই সজারু দিয়ে ভূরিভোজের আয়োজন করেন।

এ বিষয়ে উপজেলা বন বিভাগের রেঞ্জের মাসুম কবির বলেন, ‘প্রকাশ্যে পাখি শিকারের বিষয়টি জানতাম না। জেনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ