বিনোদনজগতের খবর দর্শকের কাছে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে ২০১২ সালের ৬ মে প্রচার শুরু হয় ‘বিনোদন সারাদিন’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় প্রচার হয় অনুষ্ঠানটি। আজ প্রচার হবে অনুষ্ঠানটির দেড় হাজারতম পর্ব।
আজ অনুষ্ঠানের বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অনুষ্ঠানে তিনি জানিয়েছেন ক্যারিয়ারের জানা-অজানা নানা কথা। বলেছেন ২০২৩ নিয়ে তাঁর পরিকল্পনার কথা, জানিয়েছেন ব্যক্তিগত নানা খবরাখবরও। দর্শকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন।
বিনোদন সারাদিন অনুষ্ঠানটির গ্রন্থনায় রয়েছেন রুম্মান রশীদ খান, প্রযোজনায় এস এম হুমায়ূন কবীর, উপস্থাপনা করছেন অর্চি ও ইন্দ্রানী।