স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা বিখ্যাত কথা আছে, ‘ফরোয়ার্ডরা ম্যাচ জেতায় আর ডিফেন্ডাররা জেতায় ট্রফি।’ এরপরও অবশ্য ফুটবলের ইতিহাসে রক্ষণভাগের খেলোয়াড় বা ডিফেন্ডাররা সব সময় ব্রাত্যই ছিলেন। এখনো ব্যক্তিগত শিরোপার দ্বৈরথে ডিফেন্ডারদের হাসি দেখা যায় কদাচিৎ। তবে সাম্প্রতিক সময়ে ফরোয়ার্ড ও মিডফিল্ডারদের সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিফেন্ডারদেরও। এমনকি বায়ার্ন মিউনিখের মতো দলবদলের বাজারে কম খরচ করা ক্লাবও ডিফেন্ডারদের পেছনে বেশ টাকা ঢেলেছে।