লক্ষ্মীপুরের রায়পুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় যুবলীগ নেতা রুবেল শেখকে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার দুপুরে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রায়পুর) আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান। মামলার বাদী পক্ষের আইনজীবী মনোয়ার হোসেন জাবেদ এ তথ্য নিশ্চিত করেন।
একই মামলার তৃতীয় আসামি রহিম আখনকেও সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বলে জানান রায়পুর থানার সহকারী পরিদর্শক মো. জহিরুল ইসলাম। তাঁকে গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তবে এ মামলার প্রধান আসামি জহির আখন এখনো ধরাছোঁয়ার বাইরে।
উল্লেখ্য, পাওনা টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে দোকানি রশিদ আখনকে মারধর করা হয়। এতে নেতৃত্ব দেন একই এলাকার জহির আখন, রুবেল শেখ ও রহিম আখনসহ ৫-৬ জন। এ ঘটনায় আদালতে মামলা হলে ৩ জনের নামেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত সোমবার আজকের পত্রিকায় ‘পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে মারধর’ শিরোনামে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।