করোনাভাইরাসের প্রকোপ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই কমছে ধীরে ধীরে। যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রতিদিনই রোগীর সংখ্যা কমছে। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে ৫ হাজার ৯১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় চার লাখ। সুস্থও হয়েছেন চার লাখের বেশি। এই সংখ্যা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক কম।
বাংলাদেশেও করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশে প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ওঠানামা করলেও গত দুই মাসের চেয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনায় স্বস্তি ফিরলেও জনসচেতনতার বিকল্প নেই।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৪৪ হাজার ২৮ জনে। এ সময়ে বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৯৮০ রোগী। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৮১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৯৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সে হিসাবে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। আর মৃত্যু হয়েছে ৪১ জনের। এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। দুই বিভাগে গত এক দিনে মারা গেছেন ১৪ জন করে রোগী। এ ছাড়া রাজশাহীতে ৩, খুলনায় ৬, সিলেটে ১ এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে শূন্য অবস্থানে রয়েছে রংপুর বিভাগ।