হোম > ছাপা সংস্করণ

পীরগঞ্জে আবার করোনা রোগী বাড়ছে

পীরগঞ্জ প্রতিনিধি

পীরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে নতুন রোগী শনাক্ত হয়েছিলেন আটজন। পরের নভেম্বর মাসে তা বেড়ে দ্বিগুণ হয়। রোগীর সংখ্যা দাঁড়ায় ১৭ জনে।

গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে সর্বশেষ শুক্রবার একজন শনাক্ত হয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজে সচেতনতামূলক পোস্ট দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে করোনার ব্যাপারে সচেতন হতে প্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, সারা দেশের ন্যায় পীরগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রংপুর জেলার আট উপজেলার মধ্যে পীরগঞ্জে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি।

রুহুল আমিন বলেন, ‘এখনই উপযুক্ত সময় সবার সচেতন হওয়ার। আসুন কঠোরভাবে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। যাঁরা ভ্যাকসিন এখনো নেই নাই, তাঁরা অতি দ্রুত রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করি এবং করোনাকে প্রতিরোধের চেষ্টা করি।’

স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন আক্রান্তরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁরা ভালো আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বিধায় আমাদের মাস্ক পরিধানসহ জনসমাগম এড়িয়ে চলতে হবে। এ জন্য বিভিন্ন অনুষ্ঠানে করোনার ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ