হোম > ছাপা সংস্করণ

পিরানহা জব্দ, মেলেনি উৎস

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুরে আড়ত থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ডৌহাখলা ইউনিয়নের গাজিপুর আড়ত থেকে গত বৃহস্পতিবার এই মাছ জব্দ করা হয়। তবে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া এই মাছ চাষের উৎসও জানা যায়নি। এ নিয়ে চলছে সমালোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মাছের আড়তে অভিযান চালায় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর। এ সময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

পরে মাছগুলো কলতাপাড়া বাজারে একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়। তবে উৎস না বের করায় এবং জড়িতদের খুঁজে বের না করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। রাতে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা।

এ বিষয়ে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর জানান, নিষিদ্ধ পিরানহা জব্দের পর মাছ চাষি ও আড়তের লোকজন পালিয়ে যায়। মাছগুলো কলতাপাড়া বাজারের এতিমখানায় দিয়েছেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, পিরানহা মাছ জনস্বাস্থ্যের জন্য কি পরিমাণ ক্ষতিকর, এ বিষয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে এ মাছ অন্যান্য মাছের জন্য বিপজ্জনক। এমনকি মানুষকেও আক্রমণ করতে শোনা যায়।

জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা বলেন, পিরানহা মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তাই এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। পিরানহা জব্দের পর ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জেনেছেন। এটি অত্যন্ত ক্ষতিকর মাছ। তাৎক্ষণিক জানতে পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেত। এ মাছের উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ