বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান ছিনতাইকারীদের কবলে পড়েছেন।
গতকাল রোববার ভোরে নিজ বাড়ি বগুড়া থেকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, ও নগদ অর্থসহ সবকিছু নিয়ে যায়।
এ সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে তাঁর বাবা আহত হন।
এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মাহমুদুল হাসান।
পরে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।