হোম > ছাপা সংস্করণ

জাপানি দুই শিশুর সঙ্গে পালা করে থাকবেন মা-বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাপানে বেড়ে ওঠা দুই মেয়ের সঙ্গে পর্যায়ক্রমে এক দিন করে থাকবেন বাবা ইমরান শরীফ ও মা নাকানো এরিকো। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। ২৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এই সময়ের মধ্যে উভয় পক্ষের আইনজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে স্বামী-স্ত্রীর সঙ্গে বসে বিষয়টি সমঝোতার। বাবার পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং মায়ের পক্ষের আইনজীবী শিশির মনির দুই সন্তানের ভবিষ্যৎ ও দেশের ভাবমূর্তি রক্ষায় সুন্দর সমাধানের চেষ্টা করবেন বলে মন্তব্য করেন হাইকোর্ট।

আদালত ৮ সেপ্টেম্বর রাতে থাকা এবং বাইরে ঘোরাফেরা করার অনুমতি দিয়েছিলেন জাপানি নাগরিক ডা. নাকানো এরিকোকে। এ ছাড়া তাদের বাবা বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরান শরীফও আলাদাভাবে শিশুদের নিয়ে ঘুরতে পারবেন বলে আদেশ দেওয়া হয়েছিল।

নাকানো এরিকোর আইনজীবী শিশির মোহাম্মদ মনির জানিয়েছেন, আজ শুক্রবার সকাল ৮টায় প্রথমে মা বাসায় যাবেন। পরদিন শনিবার সকাল ৮টায় তিনি বাসা থেকে চলে যাবেন। এরপর বাবাকেও একই নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে।

দুই শিশুর বাবা ইমরান শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত দুই পক্ষের আইনজীবীদের বলে দিয়েছেন সুন্দর সমাধানের। সমঝোতার জন্য সন্তানদের মা-বাবাকে একসঙ্গে বসার জন্য বলেছেন। আমিও সমঝোতা চাই। এভাবে থাকতে সন্তানদের কষ্ট হচ্ছে। তারা আর আদালতে যেতে চায় না। গতকাল বৃহস্পতিবার বাসাতেই ছিল সন্তানেরা।’ তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তিনি সন্তানদের সঙ্গে থাকতে পারবেন। তারপর বাচ্চাদের মা এসে থাকবেন ২৪ ঘণ্টা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ