হোম > ছাপা সংস্করণ

ট্রাকের ভারে ভাঙল কালভার্ট বন্ধ যানবাহন চলাচল

মিন্টু মিয়া, নান্দাইল

নান্দাইলের একটি সড়কের বক্স কালভার্ট ভেঙে মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট এলাকার গুরুত্বপূর্ণ কালভার্টটি ভেঙে পাঁচ গ্রামের মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

আচারগাঁও জামতলা বাজার হয়ে সিংরইল ইউনিয়নের ভোরাঘাট ও কিশোরগঞ্জ জেলা সদরের সঙ্গে মিলিত হয়েছে সড়কটি। সিংরইল ইউনিয়নের ওই পাঁচ গ্রামের মানুষের কিশোরগঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরাঘাট এলাকার ওই কালভার্টটি অনেক পুরোনো থাকায় ঝুঁকিপূর্ণ ছিল। বেশ কয়েক দিন আগে একটি পাথরবোঝাই ট্রাক যেতে চাইলে কালভার্টটির মাঝখানে ভেঙে যায়। দুই টুকরো হয়ে ভেঙে কালভার্টের মাঝের অংশ মাটিতে লেগে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকা।

এদিকে যানবাহন চলাচল করতে না পারায় হাটবাজারে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটছে। কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যও বাজারে নিতে পারছেন না। সাধারণ মানুষ আর কৃষকেদের পাশাপাশি বেকায়দায় পড়েছে শিক্ষার্থীরাও। যানবাহন চলাচল না করায় হেঁটে চলাচল করতে হচ্ছে তাদের।

স্থানীয় কৃষক আব্দুল ছাত্তার বলেন, ‘কালভার্টটি ভেঙে যাওয়ায় আমাদের চলাচলে খুব কষ্ট হচ্ছে। শুকনো মৌসুম থাকায় পাশের ধানখেত দিয়ে চলাচল করছি। এলাকার ইউপি চেয়ারম্যান, সদস্যরা নির্বাচন নিয়ে আছে। রাস্তা দেখার সময় নেই তাঁদের।’

মাসুদ রানা নামের আরেক ব্যক্তি বলেন, ‘গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ও কালভার্ট ভেঙে যাচ্ছে। কালভার্টটি পুরোনো ছিল। ভারী পাথরবোঝাই ট্রাক যাওয়ায় ভেঙে গেছে। এখন আমাদের চলাচল কষ্টকর হয়ে গেছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কালভার্টটি নির্মাণের জন্য।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আল-আমিন সরকার বলেন, ‘কালভার্ট ভেঙে যাওয়ার খবর পেয়েছি। প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে পাঠিয়ে দেব। আশা করছি দ্রুত অনুমোদন হলে কালভার্ট নির্মাণ করা যাবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ