স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে চুয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। ১৯৭১ সালের এ দিন (৭ ডিসেম্বর) হানাদার মুক্ত হয় চুয়াডাঙ্গা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১টায় চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম মালিক খোকন প্রমুখ।
জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চুয়াডাঙ্গার ভূমিকা অন্যতম। সীমান্ত ঘেঁষা জেলা হওয়ার সুবাদে এখান থেকেই যুদ্ধ পরিচালনাসহ নানা সিদ্ধান্ত গ্রহণ করা হতো। জেলার এসব স্মৃতি রক্ষার্থে নানা ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছে।