বাগেরহাটের মোংলায় ডাকাতির অভিযোগে রাসেল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে মোংলার দিগরাজ শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাসেল আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে অভিযোগ পুলিশের।
মোংলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মোংলার দিগরাজ শিল্পাঞ্চল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলা ডাকাত দলের সদস্য পৌর শহরের বাসিন্দা রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম, বরিশাল ও পিরোজপুরসহ বিভিন্ন জেলায় সাতটি মামলা রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।