শ্রীনগর উপজেলায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভাগ্যলুল ইউনিয়নের পশ্চিম কামারগাঁও গ্রামের দারোগাবাড়ী সংলগ্ন স্থান থেকে গাছটি কাটা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারগাও পাকা ব্রিজ থেকে দারোগাবাড়ী গ্রাম হয়ে চলে যাওয়া রাস্তার পাশে থাকা গাছটি কাটা হয়েছে।
স্থানীয়রা জানায়, পশ্চিম কামারগাও গ্রামের করিম মোড়লের ছেলে আব্দুল আজিম এই গাছটি বিক্রি করেছেন। গাছটি প্রায় ৩৫ বছরের পুরোনো। গাছটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরান ফকির নামে এক গাছ ব্যবসায়ী গাছটি কিনে নিয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত আব্দুল আজিম বলেন, ‘রাস্তা আমার ব্যক্তিগত সম্পত্তির ওপর দিয়ে গেছে, আর গাছটিও আমার। তাই আমি গাছটি বিক্রি করেছি।’
শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে সরেজমিন পরিদর্শন করবেন বলে জানান তিনি।