নীলফামারী প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় নীলফামারীতে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে ছাত্রলীগের নেতারা তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।
আলালের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ, সহসভাপতি সাইফুল আযম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন নছিব প্রমুখ।