জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণের প্রবণতা এখন অনেকটাই কমে গেছে। তবে সাহিত্য থেকে উঠে আসা গল্পে ভরসা রাখলে ফল যে ভালোই হয়, এনটিভির ‘মা বাবা ভাই বোন’ তার সাম্প্রতিক প্রমাণ। প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন হাসান রেজাউল। দর্শকেরা বেশ পছন্দ করছেন ধারাবাহিকটি।
এরই মধ্যে ‘মা বাবা ভাই বোন’ পৌঁছে গেছে হাফ সেঞ্চুরির মাইলফলকে। আজ প্রচারিত হবে ধারাবাহিকটির ৫০তম পর্ব। এ উপলক্ষে গল্পে বিশেষ টুইস্ট রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা হাসান রেজাউল। এ পর্বে গল্পে নতুন চরিত্রও আসবে। নির্মাতা বলেন, ‘গল্পে প্রতিনিয়ত নতুন বাঁক আসছে। পারিবারিক টানাপোড়েনের ভেতর দিয়ে একটা সুন্দর গল্প দেখানোর চেষ্টা করছি আমরা। ৫০তম পর্বে দর্শকদের জন্য কিছু সারপ্রাইজ আছে।’
‘মা বাবা ভাই বোন’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, শেলী আহসান, সাজু খাদেম, এ কে আজাদ সেতু, জয়নাল প্রমুখ।
এ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র শামীম সাহেব। তিনি একজন আদর্শবাদী শিক্ষক। স্ত্রী জাহানারা, ছোট মেয়ে শিউলি আর ছোট ছেলে রুমীকে নিয়ে তাঁর সুখী পরিবার। তবে জীবন তো আর সব সময় সরলরেখায় চলে না। নানা বাঁক আসে। শামীম সাহেবের পরিবারও এগিয়ে চলে বিভিন্ন সুখ-দুঃখের উপলক্ষ সঙ্গে নিয়ে।
নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘আমাদের সংস্কৃতি, বর্তমান সময়, সংকট—সবকিছুর সঙ্গে সুনীলের এ উপন্যাসের প্রেক্ষাপট মিলে যায়। এ কারণেই গল্পটি বেছে নেওয়া। প্রচার শুরুর পর থেকে ভালো সাড়া পাচ্ছি।’