নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজ হওয়া ৩ কিশোরীকে একটি পার্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বন্দর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে বৃহস্পতিবার সকালে এক সঙ্গে বের হওয়ার কথা বলে নিখোঁজ হয় তিন কিশোরী।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। এর আগে তাদের সন্ধান পেতে বন্দর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন নিখোঁজ কিশোরীদের স্বজনেরা।
দীপক সাহা আজকের পত্রিকাকে বলেন, তাদের ৩ জনকে নারায়ণগঞ্জের একটি পার্ক থেকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৪। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেই বের হয়েছিল ওই তিন কিশোরী। তাদের সন্ধান না পেয়ে থানায় জিডি দায়ের করেন স্বজনেরা। পরে আমরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে সোপর্দ করেছি। এই ঘটনায় তারা কোনো অভিযোগ করেনি।
গত বৃহস্পতিবার ৩ কিশোরী নিখোঁজ হওয়ায় অনেকেই পাচারকারী বা টিক টকার গ্রুপের খপ্পরে পড়ার শঙ্কা করেছিলেন। তবে তেমন কিছু না ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নিখোঁজের স্বজনরা। তারা সকলেই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে পুলিশ।