জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদের এক প্রার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর নাম মনোয়ারা বেগম ময়মুন। তিনি ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে সূর্যমুখী ফুলের প্রার্থী ছিলেন।
জানা গেছে, মনোয়ারা বেগম ময়মুন গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে পুকরা গ্রামে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরছিলেন। মুন্সিবাজারের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেন। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃতঘোষণা করেন।