হোম > ছাপা সংস্করণ

তৃতীয় ধাপে আরও সাড়ে ২১ হাজার ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২ লাখ ১৩ হাজার ২২৭টি পরিবারকে পুনর্বাসন করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেছেন, এখন প্রধানমন্ত্রী তৃতীয় ধাপে ২১ হাজার ৫৪১টি ঘর নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার আশ্রয়ণ-২ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়।

আহমদ কায়কাউস আরও বলেন, ঘর পেয়ে ভূমি ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে, স্বপ্ন দেখতে শিখবে। খাদ্য-বস্ত্রের সঙ্গে বাসস্থান নিশ্চিত করতে পারলে সকল মৌলিক চাহিদা পূর্ণতা পাবে।

মুখ্য সচিব সিভিল সার্ভিসে কর্মরত সকল কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ফেরিওয়ালা। আপনারা চাকরি নিয়েছেন শুধু টাকার জন্য নয়। পাশাপাশি সমাজ ও সমাজব্যবস্থা পরিবর্তনে সকলকে আবেগ দিয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি ও আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন। চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ