হোম > ছাপা সংস্করণ

শীর্ষ সন্ত্রাসীর স্বাভাবিক জীবনে ফেরার দাবি

রংপুর প্রতিনিধি

একসময় ছিলেন রংপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী। জেল খেটেছেন বেশ কয়েকবার। আসামি হয়েছেন ১৫টির মতো মামলার। সেই আরিফুল ইসলাম আপেল ওরফে পিচ্চি আপেল অন্ধকার ও ভুল পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে এই জীবন ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরিফুল গতকাল রোববার নগরীর নাজির দিগর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন।

লিখিত বক্তব্যে আরিফুল বলেন, ‘২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত অসৎ সঙ্গ ও পরিস্থিতির শিকার হয়ে আমি বেশ কয়েকটি মামলায় জড়িয়ে পড়ি। অনেকেই তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে আমাকে ব্যবহার করে। এতে করে আমার নামের সাথে ‘সন্ত্রাসী’ তকমা জুড়ে যায় এবং আমি আপেল থেকে হয়ে যাই পিচ্চি আপেল।’

আরিফুল আরও বলেন, ‘পরবর্তীতে আমি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হই এবং ভুল বুঝতে পারি। আমার পরিবারের সদস্যদের পরামর্শে এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০১৪ সাল থেকেই আমি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন শুরু করি। বর্তমানে আমি স্থানীয় এক বালু ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছি। আমার মা ও স্ত্রীসহ একটি কন্যা সন্তান রয়েছে।’

আরিফুল জানান, গত সাত বছরে তিনি কোনো আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হননি। তাঁর নামে করা ১১ মামলায় বেকসুর খালাস পেয়েছেন। বর্তমানে থাকা চার মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। তাঁর বিশ্বাস, এসব মামলায়ও তিনি বেকসুর খালাস পাবেন।

সংবাদ সম্মেলনে আরিফুলের মা, স্ত্রী ও একমাত্র মেয়েসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ