চট্টগ্রামের হাটহাজারীতে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই–বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে শুরু হবে। আর প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ১১ নভেম্বর পর্যন্ত। ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ।
হাটহাজারীর যে ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো—ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদন্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ।
মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।’
তফসিল ঘোষণার পর মাঠে নেমেছেন মনোনয়নপ্রত্যাশীরা। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকারদলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জনসংযোগ করার প্রস্তুতি নিতে দেখা গেলেও বিএনপিসমর্থিত প্রার্থীদের মাঠে দেখা যায়নি।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলায় সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী ফরহাদাবাদ ইউনিয়ন বাদে ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ২৫৮ ও মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৭২৬ জন।