নেছারাবাদ উপজেলার পাটিকেলবাড়ীতে বিউটি বেগম (৪৫) নামে এক গৃহবধূকে রাস্তা থেকে ধরে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের হারুন-অর-রশিদ গাজী নামে এক ব্যক্তি তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে গুয়ারেখা ইউনিয়নের এগারোগ্রাম সম্মিলনী বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
বিউটি বেগম জানান, হারুন তাঁর মেয়ে তানিয়ার ভাশুর (স্বামীর বড় ভাই)। বছর খানিক ধরে তাঁর মেয়ে নিখোঁজ রয়েছেন। এর রেশ ধরে হারুন তাঁকে মারধর করেছেন।
হারুন বলেন, ‘তিনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে আসছেন। সোমবার তাঁর ছেলে ও বিউটি আমাকে মারতে আসেন। তখন আমি তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই।’