হোম > ছাপা সংস্করণ

কালভার্ট ঠিক হয়নি, সড়কে তীব্র যানজট

শরীয়তপুর প্রতিনিধি

দেবে যাওয়া কালভার্ট মেরামত না করায় গতকাল বুধবার পর্যন্ত চট্টগ্রাম-খুলনা ভায়া শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। কালভার্টের ওপর অস্থায়ী বেইলি সেতু নির্মাণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বেইলি সেতু নির্মাণ শেষ হতে আরও সময় লাগতে পারে বলে গতকাল জানায় সওজ বিভাগ। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। কালভার্টের উভয় পাড়ে আটকা পড়েছে চার শতাধিক যানবাহন।

জানা যায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি ট্রাক যাওয়ার সময় শরীয়তপুরের মদ্যপাড়া কালভার্টের প্রায় ১০ ফুট এলাকা দেবে যায়। তখন থেকেই বন্ধ রয়েছে এই সড়কে যান চলাচল। গতকাল বুধবার সকাল থেকেই সড়কের মনোহরবাজার থেকে বুরিরহাট পর্যন্ত সড়কে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। দুপুরের পর যানবাহনের লাইন প্রায় ৪ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে অনেক কাঁচা ও পচনশীল পণ্যবাহী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। দ্রুত গন্তব্যে পৌঁছাতে না পারলে বড় ধরনের লোকসানে পড়তে হতে পাড়ে তাঁদের। আশপাশে খাবার বা বিশ্রামের কোনো জায়গা না থাকায় দুর্ভোগে পড়েছেন সড়কে আটকে পড়া লোকজন।

ট্রাক চালক মো. রনি বলেন, ‘ঢাকা থেকে শরীয়তপুরে লবণ নামিয়ে যাওয়ার পথে আটকা পড়েছি। শিমুলিয়া-বাংলাবাজার ফেরি বন্ধ থাকায় চাঁদপুর হয়ে যেতে এই পথে এসেছি। মঙ্গলবার সকাল থেকে আটকা আছি। লোকবল বাড়িয়ে কালভার্ট সংস্কার করলে এতক্ষণে সড়ক চালু হয়ে যেত। সড়ক বিভাগ খুবই ধীর গতিতে কাজ করছে।’

শরীয়তপুর সওজ’র উপসহকারী প্রকৌশলী মো. মহিবুল্লাহ বলেন, ‘ক্ষতিগ্রস্ত কালভার্টের ওপর বেইলি সেতু নির্মাণের কাজ করা হয়েছে। রাতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকেই সড়ক চালু করার জন্য কাজ করে যাচ্ছে সড়ক বিভাগ। বেইলি সেতুর পাটাতন বসানো হয়ে গেছে। সংযোগ সড়কের নির্মাণকাজ চলছে। আশা করছি, আজ রাতে (বুধবার) থেকেই সড়কটি দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ