পাইকগাছা থানা-পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে ৮ পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠায় আদালত। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক অভিজিৎ পাল জানিয়েছেন, গত বুধবার রাতে ১০ ইউনিয়নে মাদক দ্রব্য ও পরোয়ানা ভুক্ত আসামি ধরতে একযোগে অভিযান চালানো হয়।
এ সময় পরোয়ানাভুক্ত আসামি গদাইপুর ইউনিয়নের মোকাম গাজীর পুত্র হাফিজুর গাজী, রাড়ুলী ইউনিয়নের নজরুল গোলদারের ছেলে মাসুম গাজী (২২), কপিলমুনি ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জহিরুল ইসলাম, হরিঢালী ইউনিয়নের পরিতোষ বিশ্বাসের ছেলে হরিপদ বিশ্বাস, গদাইপুরের মটবাটি গ্রামের রণজিৎ বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস, কপিলমুনির সিলেমানপুরের ইমান গাজীর ছেলে আমিরুল গাজী, মৃত ইমান আলীর ছেলে ওয়াজেদ আলী শেখ, সোলাদানা ইউনিয়নের পার বয়ার ঝাপা গ্রামের জাহানবক্সের ছেলে ইউনুছ আলীকে গ্রেপ্তার করা হয়।