রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ৪২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয়। গতকাল শনিবার ভোর ৫টার দিকে দৌলতদিয়া চর কন্যাশন এলাকার অদূরে পদ্মা নদীতে জেলে রফিক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, রফিক হালদার মাছটি বিক্রির জন্য সকাল ৭টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার ৯০০ টাকায় সেটি কেনেন।
শাহজাহান শেখ বলেন, বাগাড় মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জেলে রফিক হালদার বলেন, শনিবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৫টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর মাছটি পেয়ে ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়।