হোম > ছাপা সংস্করণ

বিএনপি নেতাকে নৌকার প্রার্থী করার সুপারিশ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকে আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সুপারিশের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে উপজেলা আওয়ামী লীগ বলছে, এখনো তালিকা জমা দেওয়া হয়নি।

জানা গেছে, উপজেলার আটগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দীকের নাম মনোনয়ন তালিকায় রেখে সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত বুধবার আবু বক্কর সিদ্দীক আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে যান। সেই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক ও সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওই বিএনপি নেতাকে দলীয় মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করতে দিরাই-শাল্লার সাংসদ ড. জয়াসেনকে সুপারিশ করেন। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কোনো বিরোধিতা করেননি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বলেন, ‘এই আবু বক্কর বিএনপির নেতা নন। আটগাও ইউনিয়নে দুই থেকে তিনজন আবু বক্কর সিদ্দীক রয়েছেন। তালিকা যাচাই বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যদি সত্য হয়, তাহলে যারা এই কাজটি করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘এখনো তালিকা জমা দেওয়া হয়নি। যাচাই বাছাই করে কেন্দ্রে জমা দেব।’

উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র সরকার বলেন, ‘আবু বক্কর সিদ্দিক উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক। লিখিতভাবে দল থেকে তিনি অব্যাহতি নেননি। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের আত্মীয়তার সুবাদে আবু বক্কর নৌকার মনোনয়ন চেয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ