বরিশালে পৃথক দুটি মাদক মামলায় ২ আসামিকে যথাক্রমে ৮ ও ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ টিএম মুসা গত রোববার বিকেলে ওই দণ্ড প্রদান করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ মে বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকার হাতেম আলী কলেজ চৌমাথা থেকে আবুল হোসেন সুমনকে আটক করে পুলিশ। তখন সুমনের কাছ থেকে ১ হাজার ৮৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সুমনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
অপরদিকে ২০১৪ সালের ২৪ এপ্রিল বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকা থেকে ৮৪ ইয়াবাসহ আগৈলঝাড়ার বাসিন্দা নুরে আলমকে গ্রেপ্তার করে র্যাব। আদালতের বিচারক ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে নুরে আলমকে ২টি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড প্রদান করেন।