কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ছিদ্দীকীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় ইউনিয়নের পুরুইত্যাখালী টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আবুল হাশেম (৪৫), আমিনুল ইসলাম নবী (৫২) ও জামাল উদ্দিন (৪৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী দিদারুল ও তাঁর লোকজন সঙ্গে আ.লীগের প্রার্থীর সমর্থকদের কথা–কাটাকাটি হয়। এর জেরে বিদ্রোহী প্রার্থীর লোকজন নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেন।
আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ছিদ্দীকী বলেন, ‘বিদ্রোহী প্রার্থী ও তাঁর লোকজন আমার কর্মীদের বেশ কয়েক দিন ধরে হুমকি দিচ্ছিলেন। মাঠে ভোটারদের সাড়া না পেয়ে তিনি আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন।’
বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী দিদারুল হক সিকদার অভিযোগ অস্বীকার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’