নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় আলোচনাসভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
শিবপুর: নরসিংদীর শিবপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ইটাখোলা গোল চত্বরে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহবুব আলম মোল্লা তাজুল। প্রধান অতিথি ছিলেন, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশ: নরসিংদীর পলাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে পলাশ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়।
ভৈরব: ভৈরবে আলোচনা সভা, শোভাযাত্রা, দোয়া ও কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজকাচারী প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।