জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদের প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ার হুমকির ঘটনায় গতকাল মঙ্গলবার জেলা প্রেসক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকেরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
গতকাল বেলা ১১টায় অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ জলিল, মোস্তফা মনজু, আনোয়ার হোসেন মিন্টু, আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম, শুভ্র মেহেদী, শাহ্ জামাল, আতিকুল ইসলাম রুকন, ফজলে এলাহী মাকাম, শহিদুল ইসলাম তুফান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা যার কাছে, তিনিই সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁর কাছে এই জেলার মানুষ নিরাপদ নয়।