হবিগঞ্জে সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীতাবাদী দল-বিএনপির সিলেট মহানগর কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।
মিছিলটি রিকাবিবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সভাপতির বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। তিনি বলেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণ বর্বরোচিত ও ন্যক্কারজনক। হত্যা, নির্যাতন দমন-পীড়ন করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না। সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন করছে। এ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন এ দেশে গণতন্ত্র কায়েম হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব প্রমুখ।