হোম > ছাপা সংস্করণ

ট্রেন থেমেছে ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। অবশেষে হুইসেল বাজিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে থামল আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। গতকাল শনিবার বেলা ১টা ২৬ মিনিটে স্টেশনের ১ নম্বর লাইনে এসে থামে সিলেটগামী এ ট্রেনটি। এর মধ্য দিয়ে প্রায় সাড়ে ৭ মাস পর সচল হলো পূর্বাঞ্চল রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে স্টেশনটি।

এর আগে বেলা সোয়া ১১টায় ঢাকা রেলওয়ে স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীদের ফুল উপহার দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ উপলক্ষে দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সুধী সমাবেশে করেন পৌর আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগ সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত শোভন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। ধ্বংস করে দেওয়া হয় সিগন্যালিং সিস্টেমসহ স্টেশনের সবকিছু। এ ঘটনায় ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে কার্যত অচল হয়ে পড়ে স্টেশনটি। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরবর্তী সময়ে জেলার নাগরিক সংগঠনগুলোর আন্দোলনের প্রেক্ষিতে গত ১৫ জুন থেকে তিনটি মেইল ও একটি কমিউটার এবং ১৬ জুন থেকে একটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয়। এরপর শুরু হয় স্টেশনের সংস্কার কাজ।

এ বিষয়ে রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো. সিরাজ জিন্নাত বলেন, আগুনে পোড়ায় স্টেশনের ভবন সংস্কার ও সিগন্যালিং সিস্টেম নতুন করে স্থাপনসহ অন্যান্য সংস্কার কাজে প্রায় ১ কোটি টাকা লেগেছে। মুজিববর্ষ উপলক্ষে স্টেশনের আধুনিকায়নের আরও কাজ বাকি আছে। সেগুলোর কাজও দ্রুত শুরু হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ