হোম > ছাপা সংস্করণ

হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক তরুণের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির পশ্চিম ঘোলষা গ্রামে। তারেক ওই গ্রামের ছালিক উদ্দিনের ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ তারেককে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারেক পরিবারের সঙ্গে সাহরি খেয়ে ফজরের নামাজের পড়ার উদ্দেশ্যে বাড়িতে থেকে বের হন। স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে নেট কাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

তারেকের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, তারেক সাহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়ে স্বজনদের কবর জিয়ারতও করেছেন। পরে সে আর বাড়ি ফেরেনি। তার সঙ্গে কারও শত্রুতাও নেই।

তারা জানান, কেউ আত্মহত্যা করলে তাঁর লাশ মাটি থেকে কিছুটা ওপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তবে তারেকের পা মাটিতে নামানো দেখে আমরা ধারণা করছি কেউ হয়তো তাকে হত্যার পর লাশ নেট কাপড় দিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, তারেক আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরের আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ