পোস্ট অফিসে তৈরি হচ্ছে কাঠের ফার্নিচার। শুনতে অবাক লাগলেও এমনটিই হচ্ছে সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর পোস্ট অফিসে। পোস্ট অফিসের এমন চিত্র সেবাগ্রাহী সবার চোখেই ধরা পড়েছে।
গস্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফার্নিচার তৈরির কাজ চলে পোস্ট অফিসটিতে। তাঁদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে পোস্ট মাস্টার হিসেবে এখানে যোগদান করেছেন রফিকুল ইসলাম। যোগদানের পর থেকেই অফিসে ফার্নিচার তৈরির ব্যবসা শুরু করেছেন পোস্ট তিনি। এ ছাড়া যোগদানের কয়েক মাসের মধ্যেই স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ চঞ্চল মিয়া নামক এক বহিরাগতকে ভাড়া দেন। ওই কক্ষে চলে ফার্নিচার তৈরির কাজ। আরেকটি কক্ষে রাখা হয়েছে ফার্নিচার তৈরির কাঠ। সরকারি অফিসকে পোস্ট মাস্টার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের মতো ব্যবহার করছেন।
এ বিষয়ে জানতে চাইলে পোস্ট মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়ের বিয়ের জন্য এসব ফার্নিচার তৈরি করা হচ্ছে। কাজকে ভালোভাবে তদারকি করার জন্য অফিসকেই বেছে নিয়েছি।’