শনির আখড়ার বিভিন্ন এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্জ্য নিয়ে বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিএসসিসির ৬০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটের বর্জ্য অপসারণের দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান এস এম এন্টারপ্রাইজ। কার্যাদেশ অনুযায়ী বাসাবাড়ির বর্জ্য অপসারণ বাবদ প্রতি ফ্ল্যাট থেকে নির্ধারিত ১০০ টাকা করে নেওয়ার কথা। কিন্তু তারা ১৫০ থেকে ২০০ টাকা করে নিচ্ছে। এ ছাড়া দোকানপাট থেকে মাসে ৩০ টাকার পরিবর্তে দৈনিক ১০ থেকে ৩০ টাকা করে নিচ্ছে। তা ছাড়া প্রতিদিনের ময়লা প্রতিদিন নেওয়া হয় না বলেও অভিযোগ তাঁদের।
মানববন্ধনে স্থানীয়দের পক্ষে ফারুক আহমেদ বলেন, ‘এস এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর নাম শফিক। তিনি নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা এবং ‘‘মেয়রের লোক’’ বলে পরিচয় দেন। এ ছাড়া তিনি বর্জ্য বিভাগের প্রধানকে তিন লাখ এবং বিভিন্ন টেবিলে ৩০ লাখ টাকা খরচ করে কাজ নিয়েছেন বলে দাবি করেন।’