হোম > ছাপা সংস্করণ

ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়িতে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে এগুলো বন্ধে নেই কোনো ব্যবস্থা।

সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ ফটিকছড়ির বিভিন্ন সড়কে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। একদিকে যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করায় যানজট বাড়ছে। আবার ব্যাটারিচালিত অটোরিকশা গতিনিয়ন্ত্রণ করতে না পারায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

নাজিরহাট বাজারের ব্যবসায়ী মো. রাশেদ সুজন বলেন, ‘আদালত এসব যান অবৈধ ঘোষণা করেছে। তবে পুলিশ এখনো এগুলো বন্ধে কোনো অভিযান শুরু করেনি। কিছু স্বার্থান্বেষী মহলের কারণে সেটা আর বেশি দূর এগোতে পারছে না বলে শুনেছি। সবাই এই ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে খুবই অসুবিধায় আছে।’

আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ শামীমুল হাসান বলেন, ‘যন্ত্রদানবে পরিণত হয়েছে এই ব্যাটারিচালিত অটোরিকশা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অঙ্গহানিসহ ছোটখাটো ক্ষতির শিকার হচ্ছে নারী, পুরুষসহ শিশুরা। আইনে অবৈধ হলেও বেপরোয়া এ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে দেদার।’

নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ বলেন, ‘ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় এক হাজার। এতে বাড়ছে যানজট। সেই সঙ্গে ব্যাটারির চার্জে দিতে গিয়ে অপচয় হচ্ছে বিদ্যুৎ। চালকেরা যাত্রী তুলে টক্কর দিয়ে অন্য যানকে ওভারটেক করেন। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় তোলা হয়েছে।’

ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেন, ‘মোটর লাগিয়ে এই যানটি চলছে। এর হালকা ব্রেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না চালকেরা। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।’ তিনি বিষয়টি উপজেলার সমন্বয় সভায় তোলা হবে বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ ডিসেম্বর উপজেলার ঝংকার মোড়ে রাস্তা পারাপারের সময় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন এক কলেজছাত্রী। গত ১৯ ডিসেম্বর উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী আহত হন। এ রকম দুর্ঘটনায় অনেকে আহত হলেও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জানতে চাইলে নাজিরহাট মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা পাত্তা না দিয়ে উপজেলার বিভিন্ন সড়কে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। কিছু ব্যক্তির প্রভাবে এসব অবৈধ যান চলাচল করছে। শিগগিরই এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ