কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে ৪টি মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা সদরের বড়ইছড়ি, বারঘোনিয়া গেট ও রেশম বাগান এলাকায় এই অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এর নেতৃত্ব দেন। এ সময় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনও দপ্তরের অফিস সুপার মো. সিরাজুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।