বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে হারের বাজে স্মৃতি নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। অথচ সেই অস্ট্রেলিয়া এখন বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। সেমিতে ওঠার পর ছন্দে ফেরা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। বাঁহাতি এই মারকুটে ওপেনার অবশ্য বলেছেন, তাঁরা ছন্দহীন ছিলেন না, বরং উইকেটের কারণেই তাঁদের ছন্দহীন মনে হয়েছে।
ওয়ার্নার বলেন, ‘আমরা ছন্দহীন ছিলাম না। উইকেট কেমন ছিল, তা ভেবে দেখা দরকার! সত্যি কথা হচ্ছে, নিউজিল্যান্ডও বাংলাদেশে গিয়ে ওই ধরনের উইকেটে খেলে এসেছে। এমন উইকেটে খেলা খুব কঠিন।’