মানিকগঞ্জের ঘিওরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাবা।
গতকাল সদর ইউনিয়নের পঞ্চরাস্তার মোড় এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাবা। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে মেসার্স আল আমিন ট্রেডার্সের মালিক মো. ফজলুল করিমকে জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাবা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় পঞ্চরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি সরকারি দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।