১ রবিউস সানি: ১১ হিজরির এই দিনে ওসামা ইবনে জায়েদ রোমান আক্রমণ প্রতিহত করতে সেনাবাহিনী নিয়ে বের হন।
৩ রবিউস সানি: ৫৯৪ হিজরির এই দিনে আন্দালুসের মুসলিম দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী ও পদার্থবিদ ইবনে রুশদ ইন্তেকাল করেন।
৫ রবিউস সানি: ৩৬৫ হিজরির এই দিনে ফাতেমি সাম্রাজ্যের খলিফা আল-আজিজ বিল্লাহ সিংহাসনে বসেন।
৭ রবিউস সানি: ৪ হিজরির এই দিনে হজরত আলী (রা.) ও নবীকন্যা হজরত ফাতেমা (রা.) বিবাহবন্ধনে আবদ্ধ হন।
৯ রবিউস সানি: ৫৬৬ হিজরির এই দিনে আব্বাসি খিলাফতের ৩৩তম খলিফা আল-মুসতানজিদ বিল্লাহ ইন্তেকাল করেন।
১১ রবিউস সানি: ৫৬১ হিজরির এই দিনে বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.) বাগদাদে ইন্তেকাল করেন।
১২ রবিউস সানি: ২৪১ হিজরির এই দিনে হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বাল (রহ.) ইন্তেকাল করেন।
১৬ রবিউস সানি: ৫১৩ হিজরির এই দিনে আব্বাসি খলিফা আল-মুসতারশিদ বিল্লাহ বাগদাদের সিংহাসনে বসেন।
১৭ রবিউস সানি: ৩৭৭ হিজরির এই দিনে আরবি ব্যাকরণের অন্যতম জনক আবু আলি আল-ফারসি ইন্তেকাল করেন।
১৮ রবিউস সানি: ২০ হিজরির এই দিনে সেনাপতি আমর ইবনুল আসের হাতে কায়রোর ব্যাবিলন দুর্গের পতনের মধ্য দিয়ে মুসলিম শাসনের শুরু হয়।
২১ রবিউস সানি: ১৫ হিজরির এই দিনে সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ সিরিয়ার হিমস শহর জয় করেন।
২৪ রবিউস সানি: ৫৮৩ হিজরির এই দিনে মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি হিত্তিন যুদ্ধে জয়লাভ করেন।