ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চলছে বলেও জানানা তিনি।