হোম > ছাপা সংস্করণ

বিদ্যুৎ-বিভ্রাটে অতিষ্ঠ তেরখাদাবাসী

তেরখাদা প্রতিনিধি

তীব্র গরমে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে অতিষ্ঠ তেরখাদাবাসী। বিশেষ করে নামাজের সময়ে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে উপজেলাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে তেরখাদা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস বলছে, বিদ্যুতের ৩৩ কিলো ভোল্টের (কেভি) লাইনে ত্রুটি থাকায় মাঝেমধ্যে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিচ্ছে।

গতকাল শুক্রবার উপজেলার ছয় ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরেই মাগরিবের নামাজের আগে বিদ্যুৎ চলে যায়। এরপর নামাজ শেষ হওয়ার বেশ খানিক সময় পর বিদ্যুৎ আসে। মুসল্লিদের দাবি, অনেক সময় নামাজে দাঁড়ানো অবস্থায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় আর নামাজের পরে আসে। গতকাল জুম্মার নামাজের সময় বিদ্যুৎ চলে যায়। নামাজের পর পরই বিদ্যুৎ চলে আসে। তা ছাড়া দিনে ও রাতে অনেক বার করে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

উপজেলা সদর এলাকার তোফায়েল আহমেদ, ইখড়ি এলাকার মোস্তাফিজুর রহমান, কাটেংগা এলাকার রেজওয়ান মোল্লাসহ বেশ কয়েকজন জানান, নামাজের সময় বিদ্যুৎ না থাকায় তাঁরা অসহনীয় কষ্ট পাচ্ছেন। মসজিদের মধ্যে ভ্যাপসা গরমে ঘেমে অবস্থা বেহাল হয়েছে তাঁদের। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়েছেন তাঁরা।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির তেরখাদা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার অভিজিৎ সাহা বলেন, ‘৩৩ কেভির লাইনে ত্রুটি থাকার কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার সংবাদ পেলে যত দ্রুত সম্ভব আমরা লাইন চালু করার ব্যবস্থা করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ