নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে আহত আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আবু বক্কর। সে পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং বড় শাহ আলম গ্রুপের সমর্থক। তাকে নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের বাসিন্দা আবু বক্কর (১৪)। রায়পুরা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাছির উদ্দীন আবু বক্কর নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারের জের ধরে গত ২৮ অক্টোবর ভোরে বড় শাহ আলম মেম্বারের লোকজন এবং ছোট শাহ আলম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন কাচারিকান্দী গ্রামের সাদির মিয়া (২২) ও হিরণ মিয়া (৩৫)। পরে আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার ১ মাস ২১ দিন পর আবু বক্কর মারা যান।