কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ২১-২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির অধীনে উপজেলা পরিষদ চত্বরে ৩৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির টাকা ও বাইসাইকেল দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মো. আবুল হাশেম, উপজেলা সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
ইউএনও দীনেশ সরকার বলেন, ‘উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ছয় হাজার টাকা ও প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে ২ হাজার ৪ শত টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।