হোম > ছাপা সংস্করণ

৯০ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য

বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশনের ৯০ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য। আসন্ন রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিবি এ উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক সভায় জেলা প্রশাসন ও টিসিবির কর্মকর্তারা এ বিষয়ে জানান। তাঁরা জানান, আজ শুরু হচ্ছে এ কার্যক্রম।

জানা যায়, বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ৩০ হাজার পরিবারকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিতরণ করবে টিসিবি। এ জন্য প্রতিটি পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবে। কিন্তু নগরবাসী এ কার্ড পাচ্ছে না। তাদের টিসিবির ট্রাক থেকেই পণ্য কিনে নিতে হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বলেন, রমজানে নির্ধারিত ১ লাখ ২৯ হাজার ৯২১ পরিবারের মধ্যে দুবার নিত্যপণ্য বিতরণ করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে কার্ডধারীরা রোববার থেকে প্রথম কিস্তির পণ্য পাবেন। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার দ্বিতীয় সপ্তাহে। সিটি করপোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। তবে করপোরেশন এলাকায় ট্রাকে করে আগের মতো স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হবে। করপোরেশনের ৯০ হাজার পরিবার স্বল্পমূল্যে এ পণ্য কিনতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল সদর উপজেলায় ১৫ হাজার ২৭০ পরিবার কার্ড পেয়েছে। মেহেন্দিগঞ্জে পেয়েছে ১৮ হাজার ২৭৭, বাবুগঞ্জে ৮ হাজার ৩০১, গৌরনদীতে ১৩ হাজার ৭৮১, হিজলায় ১৪ হাজার ১১, বাকেরগঞ্জে ১৬ হাজার ৬৭৬, বানারীপাড়ায় ৯ হাজার ৯৯৪, মুলাদীতে ১০ হাজার ৬৭৫, আগৈলঝাড়ায় ১০ হাজার ৬৪১ এবং উজিরপুরে ১৪ হাজার ২৯৫টি পরিবার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ