হোম > ছাপা সংস্করণ

হাতের লেখার অমিলে ধরা খেলেন স্বপন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগের স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। হাতের লেখা মিল না পাওয়ায় তিনি আটক হন।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বপনকে আটক করে সদর থানা-পুলিশে হস্তান্তর করেন সংশ্লিষ্টরা।

স্বপন জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও এলাকার কমলা কান্ত সেনের ছেলে।

পুলিশ ও জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড সূত্র জানায়, গতকাল সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ সময় নিয়োগ পরীক্ষার্থী স্বপনকে মৌখিক পরীক্ষার সময় বাংলায় লিখতে বলে নিয়োগ বোর্ড। এ সময় স্বপনের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার হাতের লেখার অমিল পাওয়া গেলে নিয়োগ বোর্ডের লোকজনের সন্দেহ হয় এবং তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অন্যের মাধ্যমে দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘মৌখিক পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীকে বাংলায় লিখতে বললে তাঁর লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে অমিল পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অন্যের মাধ্যমে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।’

সদর থানার পরিদর্শক ভবেশ চন্দ্র পাল বলেন, ‘নিয়োগ বোর্ড লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ওই পরীক্ষার্থীকে আমাদের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ